নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ SAILOR & MODC (NAVY) | Join Navy
SAILOR & MODC (NAVY) ADMISSION A-2023 BATCH
নাবিক ও এমওডিসি (নৌ) পদে এ-২০২৩ ব্যাচে ভর্তি নেওয়া হবে। তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ! আপনিও এ সুযোগ গ্রহন করুন। বিভিন্ন পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৩ ব্যাচে নিয়োগ ২০২২
শিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান/ভোকেশনাল পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৫০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
মেডিকেল: জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৫০ পেতে হবে।
পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ): ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্টুয়ার্ড ও কুক: ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমান/ভোকেশনাল পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
টোপাস: ৮ম শ্রেণি পাশ হলেই আবেদন করা যাবে এই পদে।
শারীরিক যোগ্যতা: সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি (৫’-৬”) হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি (৫’-৮”) ও অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’-৪”) হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় (পুরুষ ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি) হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ০১ জানুয়ারি ২০২৩ তারিখে নাবিকের ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে
আবেদনের শেষ তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ।
বিস্তারিত জানতে নিচের চিএটি দেখুন।
বিস্তারিত জানতে যোগাযোগ
পরিচালক
পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫
হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫
ওয়েবসাইট: https://ift.tt/W0Ky6UN
The post নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ SAILOR & MODC (NAVY) | Join Navy appeared first on Bangla Cyber.
from Bangla Cyber https://ift.tt/AK08TDb
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন